বিচার হলে আওয়ামী লীগ অটোমেটিক নিষিদ্ধ হয়ে যাবে: এ্যানি

রিয়াজ উদ্দিন মাহমুদ, নিজস্ব প্রতিবেদক / ১৮ পোস্ট কাউন্ট
আপডেট বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিএনপি ক্ষমার কোনো সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ৫ আগস্টের পর অনেকেই বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেবে। ক্ষমা করার কোনো সুযোগ নেই। অনেকেই বলেন নিষিদ্ধ করেন না কেন? পথে-ঘাটে কি একটা দল নিষিদ্ধ করা যায়? যদি বিচার হয়, আমাদের যে সেন্টিমেন্ট, তারা যে অত্যাচার-নির্যাতন করেছে, অটোমেটিক হাসিনা নিষিদ্ধ হয়ে যাবেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, বিগত সরকার বইয়ের মধ্যে লেখেছে ‘জয় বাংলা’ মুখস্থ করতে হবে, মুজিববাদী শাসন মুখস্থ করতে হবে, বঙ্গবন্ধু মুখস্থ করতে হবে। যে ছাত্রদের বানানোর জন্য এত কিছু করলো, সে ছাত্ররা গেল কই। তার মানে জোর করে কিছু হয় না, হৃদয় লাগে। হৃদয়ে শেখ হাসিনার নাম থাকবে না। জোর করে শেখ হাসিনার নাম রাখা হয়েছিল। হৃদয়ে শেখ মুজিবের নাম থাকেনি।

লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) মোহাম্মদ দিদার হোসেন, লক্ষ্মীপুর বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং জেলা কৃষক দলের সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর বিভাগ