লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা, চিমনি ভেঙে দিয়ে ২ লক্ষ টাকা জরিমানা

রিয়াজ উদ্দিন মাহমুদ, নিজস্ব প্রতিবেদক / ২২ পোস্ট কাউন্ট
আপডেট মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুরে এক আওয়ামী লীগ নেতার অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বায়ু দূষণ বন্ধে জেলা-উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর শেখ মুজিবের ইটভাটায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. শিব্বির আহামেদ নেতৃত্বে এ অভিযানে লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ পাঠান, বায়োকেমিস্ট মোজাম্মেল হকসহ সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত ছিলেন।

ভাটা মালিক শেখ মুজিব চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর শেখ মুজিব গ্রেফতার হয়ে সম্প্রতি তিনি জামিনে বের হয়েছেন।

উপজেলা প্রশাসন জানায়, বায়ু দূষণ বন্ধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। রোববার সদর উপজেলার পশ্চিম দিঘলী এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকসের ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা মালিক শেখ মুজিবের দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, অবৈধ ইটভাটা জরিমানা আদায় করা হয়। এটি বন্ধে মুচলেকা গ্রহণ করা হয়েছে। ভাটা পরিচালনায় তাদের পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর বিভাগ