আগুনে পুড়ে গেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের দশটি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার ভোরে একটি বেকারির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত তিনটার দিকে চন্দ্রগঞ্জ বাজারে রাসেলের বেকারি থেকে আগুন লাগে। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বেকারি, মোবাইল, চা ও মুদিসহ দশটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, আগুনে ব্যবসায়ীদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরুপণের কাজ চলছে।