লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
জহির উদ্দিন মাহমুদ
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও নিবন্ধন পূর্নবহালের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) সকাল ১০টায় শহরের চক বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা জামা নায়েবে আমীর এড. নজির আহমেদ, এআর হাফিজ উল্লাহ, সেক্রেটারী ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারী এড. মহসিন কবির মুরাদ, পৌর জামায়াতের আমীর এড. আবুল ফারাহ নিশান, সেক্রেটারী হারুনুর রশীদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
জামায়াত নেতারা অবিলম্বে কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও দ্রুত নিবন্ধন পূর্নবহালের দাবি জানান। তা না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।