লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৯নং চরগাজী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আনু মাঝির ছেলে কৃষক বাবলুর বসত ঘরে রাত ২টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। ঐ সময় কৃষক বাবুল বসত ঘরের ভেতর ছিল। হঠাৎ আগুনের ফুলকি তার গায়ে পড়লে সে ঘুম থেকে জেগে উঠে দেখে ঘরের চারদিকে আগুন জ্বলছে। সে চিৎকার দিলে লোকজন এসে তাকে উদ্ধার করে। থ্রিফল নাইনে ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আসে। অতঃপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে।
রবিবার ঘটনাস্থলে ঘুরে জানা যায়, আনোয়ার আহমেদ ( আনু মাঝির) ছেলে বাবলুর সাথে স্ত্রী বিউটির সাথে ঝড়গা হয়, একপর্যায়ে বাবলু স্ত্রী বিউটির গালে থাপ্পড় মারে, রাগ করে বিউটি তার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যায়।
বাবলু বলেন, আমার শ্বশুর মোঃ হোসেন, চাচা শ্বশুর ভুট্টো, সমন্দী লিটন, ফজলু হুমকী দিয়ে বলে আমার ঘরসহ আমাকে জ্বালিয়ে মেরে ফেলবে। পরের দিন যেয়ে রাত ২টার দিকে আমাকে সহ আমার ঘর জ্বালিয়ে দেওয়া হয়। আমি এদের বিচার চাই।
আনু মাঝি বলেন, আমি আমার একটা কাজে ঢাকায় ছিলাম। ফোনে বাড়ির ঘটনা জানতে পেরে রাতেই আমি ঢাকা থেকে চলে আসি। আগুনে পুড়ে ছেলের পুরো ঘরটি ছাঁই হয়ে যায়।
এ ব্যাপারে বাবলুর শ্বশুর মোঃ হোসেন বলেন, আমি কেন আমার মেয়ের ঘর পুড়া দেব? কিছু দিন পূর্বে এ ঘর মেরামত করার জন্য টিন কিনে দিয়েছি,আমি নিজেও খেটেছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এব্যাপারে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, দেখলাম বাবলুর সম্পূর্ণ ঘর মালামাল সহ পুড়ে ছাঁই হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।