লক্ষ্মীপুরে অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
ফসলি জমির উর্বর মাটি, সড়ক ও ঝুঁকিপূর্ণ ব্রীজ রক্ষায় ইটবাটার অবৈধ ট্রাক্টর ট্রলি চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।
বুধবার (২৬ ফ্রেব্রুয়ারী ) বিকেলে লক্ষ্মীপুর সদরের চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের
আয়োজন করা হয়। ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক, জেলে, ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন করাতি জানান, ইটবাটার মাটিবহনকারী ট্রাক্টরের কারনে কাদিরাগোঁজা-করাতিরহাট পাকা সড়কটির বিভিন্ন স্থানে গর্ত দেখা দিয়েছে। এছাড়া করাতিরহাট যাতায়তের জন্য ক্যাম্পের খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজটির ওপর দিয়ে ট্রাক্টর চলাচলের কারণে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। জনস্বার্থে ট্রাক্টর চলাচল বন্ধ করে দেওয়ায় ইটবাটার মালিক আমার বিরুদ্ধে চাঁদা দাবীর মিথ্যা অভিযোগ এনে।
বক্তারা জানায়, এলাকার ফসলি জমির উর্বর মাটিগুলো ইকবাল কোম্পানি তার ইটভাটার জন্য কিনে অবৈধ ট্রাক্টর যোগে কাঁচা-পাকা সড়ক দিয়ে নিয়ে যাচ্ছে। এতে শাকচর কাদিরাগোঁজা-চররমনীর করাতিরহাট সড়কটির বেহাল দশা। ক্যাম্পের খালের ওপর ৪০ বছর আগে নির্মিত যাতায়তের ভাঙাব্রীজটি এখন ঝুঁকিপূর্ণ। ট্রাক্টর চলাচলে ধুলাবালিতে দুর্ভোগে পড়তে হয়। নাক-মুখ দিয়ে ধুলাবালি ঢুকে মানুষ অসুস্থ হয়ে পড়েছে। সড়ক ও ব্রীজ রক্ষায় বিভিন্ন সময় প্রশাসনকে মৌখিক ভাবে অবহিত করা হয়েছে। কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না তাই আজকে লিখিত ভাবে অভিযোগ করা হয়েছে। প্রশাসনের কাছ থেকে একটি সুষ্ঠু সমাধান চেয়েছে বক্তারা।
জানতে চাইলে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, মানববন্ধনের বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে ট্রলি বন্ধ ও ফসলি জমির উর্বর মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।