কত তারিখে নির্বাচন হবে তা নির্ধারণ করুন : খায়ের ভূঁইয়া

রিয়াজ উদ্দিন মাহমুদ, নিজস্ব প্রতিবেদক / ৪ পোস্ট কাউন্ট
আপডেট শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, দীর্ঘদিন ধরে এ সংস্কার ব্যবস্থা চলবে না। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রোডম্যাপের মাধ্যমে কবে কখন কত তারিখে নির্বাচন হবে তা নির্ধারণ করুন। যে কারণে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে সম্মান নিয়ে আপনারা বিদায় নিন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের বেগম করিমুন নেছা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

খায়ের ভূঁইয়া আরও বলেন, শেখ হাসিনা এসেছিল তার পিতার প্রতিশোধ নেওয়ার জন্য, লুটপাট করার জন্য। হাসিনাসহ তার পরিবার ও তার দল দেশের মানুষকে লুটপাট করেছে। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ভোট না দিয়ে জোর করে রাষ্ট্রের ক্ষমতা দখলে নিয়ে অপকর্ম করেছে। তারা মনে করেছে অপকর্ম করে রেহাই পাবে। কিন্তু কোনো অপরাধীই কখনো ক্ষমা পায় না। যারা মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে তাদের বিচার এ দেশের মাটিতে হবে। সেই বিচার আমরা করেই ছাড়ব।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আজকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় নতুন করে যে লুটপাট করা হচ্ছে তা পতিত সরকারের দোসররা-এজেন্টরা দেশকে অস্থিতিশীল করে নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টায় করছে। অবিলম্বে আইনশৃঙ্খলার উন্নতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ঘটিয়ে নির্বাচনী রোডম্যাপ ও নির্বাচন দিয়ে আপনারা বিদায় হন।

খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন খিলবাইছা উচ্চ বালিকা বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী মনজুর মোরশেদ, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, জাকির হোসেন ভূঁইয়া ও বশিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুব খোকন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর বিভাগ