লক্ষ্মীপুরের কমলনগরে প্রভাষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন 

কমলনগর প্রতিনিধি / ১১ পোস্ট কাউন্ট
আপডেট শনিবার, ১ মার্চ, ২০২৫

লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট উপকূল সরকারি কলেজের প্রভাষক মাহবুবুর রহমান স্বপনের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন ও মিছিল করা হয়। এ সময় ওই কলেজের বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন  মাহবুবুর রহমান স্বপন ফ্যাসিষ্ট সরকারের দোসর এবং রাতের ভোটের কারিগর। তিনি বিগত দিনে ফ্যাসিষ্ট সরকারে পক্ষে কাজ করেছেন। গত ১৫ বছরে তিনি সব সময় ক্লাস ফাঁকি দিতেন। তার স্বার্থ বিরোধী কর্মকান্ডে কলেজের শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীরা বিপদে রয়েছে। এবং তার খামখেয়ালী আচারণের কারণে  শিক্ষকদের বেতন ভাতাদিও বন্ধ রয়েছে। আমরা শিক্ষার্থীরা তার পদত্যাগ ও তাকে অবাঞ্চিত ঘোষণা করছি।

এ দিকে হাজিরহাট উপকূল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মাহবুবুর রহমান স্বপন বলেন, কলেজের অধ্যক্ষ জাকির হোসেন নোয়াখালী কলেজে বদলী হওয়ায় এ কলেজে অধ্যক্ষের পদ শূন্য হয়। সিনিয়র শিক্ষক হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমার দায়িত্ব নেওয়ার কথা ছিলো। কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিনসহ কিছু শিক্ষক আমার কাছ থেকে জোরপূর্বক অনাপত্তিপত্রে স্বাক্ষর নেয়। বিষয়টি আমি ডিজি বরাবর অভিযোগ করি। এখন কলেজ শিক্ষার্থীরা কেন মানববন্ধন ও মিছিল করেছেন তা আমার জানা নেই।

হাজিরহাট উপকূল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.জামাল উদ্দিন তালুকদার বলেন, কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি কলেজে যথারীতি দায়িত্ব পালন করছেন। হঠাৎ মাহবুুবুর রহমান স্বপন শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে উশৃঙ্খল আচারণ করছেন। তার কারণে কলেজে শিক্ষকদের বেতন ভাতাদি বন্ধ রয়েছে। এছাড়াও বিগত সরকারের আমলে তিনি ফ্যাসিষ্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছেন। এছাড়াও যথারীতি ক্লাসে অনুপস্থিত থাকতেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর বিভাগ