আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে লক্ষ্মীপুরে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে। রোববার (৩ মার্চ) সকাল থেকে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দেওয়া কর্মসূচি পালন করছেন তারা।
এদিকে চিকিৎসকদের কর্মবিরতির কারণে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সাময়িক বিড়ম্বনায় পড়েন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি বিভাগের সেবা তারা অব্যাহত রেখেছেন।
চিকিৎসকরা জানায়, আন্তঃক্যাডার বৈষম্য, আর্থিক বৈষম্য, সামজিক বৈষম্য নিরসন ও পদোন্নতির দাবিতে তাদের এ কর্মসূচি। সদর হাসপাতালে চিকিৎসকদের পূর্ণ কর্মবিরতি চলছে। তবে রোগীদের স্বার্থে জরুরি বিভাগ এবং আন্তঃবিভাগ চালু রয়েছে।
কর্মবিরতিতে থাকা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মোরশেদ আলম হিরু ও মেডিকেল অফিসার ইকবাল মাহমুদ জানান, স্বাস্থ্য ক্যাডারে বৈষম্য রয়েছে। স্বাস্থ্য বিভাগে প্রশাসন ক্যাডারে স্বাস্থ্য ক্যাডার থেকে পদায়ন দেওয়া হয় না। প্রশাসন ক্যাডার চিকিৎসকদের নিয়ন্ত্রণ করে। আর্থিক এবং সামাজিক বৈষম্যও আছে। এ তিন বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা ক্যাডার ভিত্তিক বৈষম্য চাই না। বৈষম্য নিরসনের মাধ্যমে ক্যাডার ভিত্তিক পদায়ন চাই। এ বৈষম্য নিরসন হওয়া প্রয়োজন।