বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

জহির উদ্দিন মাহমুদ / ১৪ পোস্ট কাউন্ট
আপডেট শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

 

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ ও স্বার্থ রক্ষায় বুধবার (৫ মার্চ) সকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত এ সমাবেশে সচিবালয় ভবন-৪ এর সামনে উপস্থিত হন শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

সমাবেশে সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবিরের সভাপতিত্বে ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের সঞ্চালনায় উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:

সচিবালয় ভাতা ও মহার্ঘ ভাতা প্রবর্তন, কর্মকর্তা-কর্মচারীদের পুরনো পদবী ও পদনামের আধুনিকীকরণ, সচিবালয়ের সকল স্তরের কর্মীদের জন্য দুদকের অনুরূপ রেশন সুবিধা চালু, ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বাধ্যতামূলক “সঞ্জীবনী প্রশিক্ষণ” বহাল।

বিক্ষোভ শেষে সংযুক্ত পরিষদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলমের সাথে সাক্ষাৎ করেন। এ সময় অতিরিক্ত সচিব তাদের দাবিগুলো ন্যায়সঙ্গত বলে মন্তব্য করে বলেন, “সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স বাতিল করা হবে না। তবে অন্যান্য যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

এ বিষয়ে পরিষদের সভাপতি মো. বাদিউল কবির জানান, “দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।”
 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর বিভাগ