লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জহির উদ্দিন মাহমুদ / ৪ পোস্ট কাউন্ট
আপডেট বুধবার, ১২ মার্চ, ২০২৫

 

জহির উদ্দিন মাহমুদ

“ভিটামিন-এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এই শ্লোগানের মাধ্যমে জাতিকে সচেতন করার লক্ষ্যে গতকাল বুধবার (১২ মার্চ) লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিসের সভা কক্ষে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।লক্ষ্মীপুর জেলায় ১হাজার ৪শত ৮২ কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লক্ষ্য শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীন। ১৯৪ জন প্রথম সারির সুপারভাইজার কেন্দ্রগুলো সুপারভিশন করবে। এই কার্যক্রম বাস্তবায়ন করার জন্য প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা হয়েছে।
আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের সফলতার জন্য ২০৭ জন স্বাস্থ্য সহকারী নিয়োজিত রাখা হয়েছে। শুক্রবার মসজিদের ইমামদের মাধ্যমে মসজিদে মসজিদে প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো শিশু যেন বাদ না পড়ে সেই জন্য রেল স্টেশন, বাস টার্মিনাল, ফেরিঘাট ও লঞ্চঘাট ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীন।
৬-১১ মাস বয়সী শিশুদেরকে নীল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২-৫৯ মাস বয়সী শিশুদেরকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। জন্মের পর পরই নবজাতকে শালদুধসহ মায়ের দুধ খাওয়ানোর এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর বিভাগ