লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও আসক্তি ছেলে-মেয়েদের। এটি মাদকাসক্তির ছেড়ে ভয়াবহ। কারণ মাদকাসক্তিরতো মাদক নিরাময় কেন্দ্র রযেছে,এটি বুঝা যায়। কেউ মাদকাসক্ত হলে তাকে মাদক নিরাময় কেন্দ্র পাঠাতে পারবেন।
লক্ষ্মীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ৮১টি শিক্ষা-প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ক্রীড়া-সামগ্রী ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণকালে প্রধান অতিথির এ বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার আর বলেন, যে ছেলে-মেয়ে সোশ্যাল মিডিয়া আসক্ত, তাকে আপনি কি দিয়ে বুঝবেন? তারতো নিরাময় কেন্দ্র নাই। তার নিরাময় কেন্দ্র হচ্ছে বিদ্যালয়, লাইব্রেরি, ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গন। এ বিষয় গুলোকে লক্ষ্য লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তারুণ্যে বান্ধব, শিক্ষা-বান্ধব অত্যন্ত উপযোগী পরিবেশ করতে যাচ্ছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার সভাপতিত্বে আয়োজিত ক্রীড়া সামগ্রী ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, পুলিশ সুপার মো. আক্তার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার অভি দাস।
অনুষ্ঠানের সঞ্চলনা করেন জেলা যুব উন্নয়নের কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন।
প্রথম ধাপে ৭০ টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও ১১টি বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয় বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকদের হাতে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও পুলিশ সুপার মো. আক্তার হোসেন আনুষ্ঠানিকভাবে নারী শিক্ষার্থীদের সুরক্ষিত রাখার জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনে নগদ ১০টা রিচার্জ করে শুভ উদ্বোধন করেন।