ইলিশের জালে ধরা পড়ল ৮৪ কেজির শাপলা পাতা মাছ

কমলনগর প্রতিনিধি / ১৯ পোস্ট কাউন্ট
আপডেট রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

কমলনগর প্রতিনিধিঃ

মেঘনা নদীতে কালু মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ। প্রথমবারের মতো এতো বড় মাছ পেয়ে আনন্দিত এই জেলে। পরবর্তীতে মাছটি ঘাটে এনে নিলামে তোলা হলে এটির দাম ৪৬ হাজার টাকা পর্যন্ত দাম ওঠে। তবে স্থানীয়দের অনুরোধে পরবর্তীতে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়।

রোববার কমলনগর উপজেলার পাটওয়ারীর হাট মাছ ঘাটের আড়ৎদার মোহাম্মদ লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যায় তার আড়তেই মাছটির দাম হাকানো হয়। মাছটি দেখতে ঘাটে উৎসুক লোকজন ভীড় জমায়।

রহম আলী বলেন, রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় ইলিশ শিকারের জন্য নদীতে কালু মাঝি জাল ফেলে। এতে বিশাল আকৃতির শাপলা মাছ ধরা পড়ে। পরে নৌকায় থাকা সকল জেলে জাল টেনে মাছটিকে তুলে নেয়। সেখান থেকে পাটওয়ারীর হাট ঘাটে এনে মাছটির ডাক ওঠানো হয়। ৪৬ হাজার টাকা পর্যন্ত মাছটির দাম ওঠে। কিন্তু পরে সবার অনুরোধে কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে।

কালু মাঝি বলেন, এ প্রথম আমার জালে এতো বড় মাছ উঠেছে। এতে  সবাই বেশ খুশি। একটি বাঁশে বেঁধে কাঁধে করে তারা কয়েকজনে মাছটি ঘাটে নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর বিভাগ